ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বরিশালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে ভাংচুরের আশঙ্কায় বরিশাল থেকে ঢাকাসহ সারা দেশের দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল ৮টার পর থেকে কেন্দ্রীয় বাস মালিক সমিতির আহ্বানে দিনের বেলায় সকল দূরপাল্লা রুটের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের বাস মালিক সমিতির নেতারা। এর ফলে চরম বেকায়দায় পড়েছেন দূরপাল্লা রুটের যাত্রী সাধারণ।   

বরিশাল নগরীর নুথল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্র জানায়, শুক্রবার সকালে বরিশাল থেকে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ছেড়ে গেলেও মোস্তফাপুর এলাকায় বাসটি আটকে দেয় সেখানকার পরিবহন মালিক সমিতির লোকজন।

এরপর থেকে কেন্দ্রীয় কমিটির নির্দেশে বরিশাল থেকে ঢাকাসহ দূরপল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েছেন দূরপাল্লা রুটের যাত্রীরা।    

তবে অভ্যন্তরীন রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের ঈগল পরিবহনের কাউন্টার স্টাফ মো. আরিফ জানান, কোনো পরিবহন ধর্মঘট নেই। তারপরও পথিমধ্যে বাস ভাংচুর এবং যাত্রীদের নিরাপত্তার আশংকায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে তারা দিনের বেলায় দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন।

এসি   

    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি